ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
বগুড়ায় শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়ায় সদর উপজেলা পরিষদের উদ্যোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক হাজার ৩৯৮জন গরিব পরিবারের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বগুড়া: বগুড়ায় সদর উপজেলা পরিষদের উদ্যোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক হাজার ৩৯৮জন গরিব পরিবারের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ শীতবস্ত্র বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুফিয়া নাজিম।

এ সময় উপস্থিত ছিলেন- সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাবিবুল হাসান রুমি, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হোসেন আলী প্রমুখ।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হোসেন আলী বাংলানিউজকে বলেন, সদর উপজেলার ১২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গরিব পরিবারের শিক্ষার্থীদের মাঝে উপজেলা পরিষদের পক্ষ থেকে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
এমবিএইচ/জিপি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।