ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

বাল্যবিয়ের দায়ে বরসহ ৩ জনের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
বাল্যবিয়ের দায়ে বরসহ ৩ জনের কারাদণ্ড

বেনাপোলে বাল্যবিয়ের দায়ে বরসহ তিনজনকে পাঁচদিনের কারাদণ্ড‍াদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বেনাপোল (যশোর): বেনাপোলে বাল্যবিয়ের দায়ে বরসহ তিনজনকে পাঁচদিনের কারাদণ্ড‍াদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা দিকে এ দণ্ডাদেশ দেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুস সালাম।

দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- বর শাহাজালাল আলী (২৫) বেনাপোল পোর্টথানার বাহাদুরপুর ইউনিয়নের ঘিবা গ্রামের আলমগীর হোসেনের ছেলে, বরের ভাই নিজাম উদ্দিন ও কনের বাবা ইসহাক আলী একই থানার পুটখালী ইউনিয়নের কেষ্টপুর গ্রামের ধুনার মণ্ডলের ছেলে।

পুলিশ জানায়, সন্ধ্যায় বাল্যবিয়ের খবর পেয়ে কেষ্টপুর গ্রামে হাজির হন ইউএনও আব্দুস সালাম। এ সময় বর, বরের ভাই ও কনের বাবাকে আটক করা হয়। পরে তাদের উপজেলা পরিষদে নিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

বেনাপোল পোর্টথানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মফিজুর রহমান বাংলানিউজকে জানান, দণ্ডাদেশপ্রাপ্তদের শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুরে জেলা কারাগারে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ২২০৭ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
আরবি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।