ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় ট্রাক-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৬
কুমিল্লায় ট্রাক-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার দয়াপুর এলাকায় লেগুনা ও ট্রাকে মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।

কুমিল্লা: কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার দয়াপুর এলাকায় লেগুনা ও ট্রাকে মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।

শুক্রবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অ্যাডভান্স সিএনজি ফিলিং স্টেশনের অপর পাশে এ দুর্ঘটনা ঘটে।



নিহতরা হলেন- মৌলভীবাজার সদর উপজেলার নবীপুর গ্রামের মাসুদ মিয়ার ছেলে ইকবাল (২৫), একই গ্রামের এরশাদ মিয়ার ছেলে মনসুর (২০), আয়নাল (২৩) ও মৌলভীবাজার সদরের প্রেসাদাসের ছেলে সুমন (৩২)।

স্থানীয়রা জানান, সকালে চট্টগ্রাম থেকে ঢাকাগামী মুরগিবোঝাই একটি লেগুনাটি দয়াপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসার ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে লেগুনায় থাকা দুই সহোদরসহ চারজনের মৃত্যু হয়।

ময়নামতি হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম দুর্ঘটনার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করে ময়নামতি হাইওয়ে থানায় নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ০৯২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৬ আপডেট: ১৩৫১ ঘণ্টা

এএটি/বিএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।