ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

গোবিন্দগঞ্জে নৈশ্য কোচের ধাক্কায় ব্যবসায়ী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৬
গোবিন্দগঞ্জে নৈশ্য কোচের ধাক্কায় ব্যবসায়ী নিহত গাইবান্ধা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নৈশ্য কোচের ধাক্কায় আব্দুল মজিদ বাবু (৫৩) নামে এক পান ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হন তার ভাই মোখলেছুর রহমান (৪৮)।

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নৈশ্য কোচের ধাক্কায় আব্দুল মজিদ বাবু (৫৩) নামে এক পান ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হন তার ভাই মোখলেছুর রহমান (৪৮)।

 

শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে রংপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার কোমরপুর বাজার এলাকায় এ দ‍ুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল মজিদ বাবু উপজেলার কোমরপুর বাজার এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, কোমরপুর বাজারে তিনি পানের ব্যবসা করেন। শুক্রবার সকালে তিনি ও তার ভাই পান আনতে কোমরপুর বাজারে মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। এসময় একটি নৈশ্য কোচ তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান আব্দুল মজিদ। গুরুতর আহত হন তার ভাই মোখলেছুর রহমান। পরে তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৬
বিএসকে/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।