ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে নৈশ্য প্রহরী হত্যার ঘটনায় মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৬
দিনাজপুরে নৈশ্য প্রহরী হত্যার ঘটনায় মামলা দিনাজপুর

দিনাজপুর শহরতলীর আউলিয়াপুর কসবা নর্দান এভিনজিকেল লুথারন চার্চ মিশন স্কুলের নৈশ্য প্রহরী সুকুমার সরেনকে হত্যার ঘটনায় মামলা করা হয়েছে।

দিনাজপুর: দিনাজপুর শহরতলীর আউলিয়াপুর কসবা নর্দান এভিনজিকেল লুথারন চার্চ মিশন স্কুলের নৈশ্য প্রহরী সুকুমার সরেনকে হত্যার ঘটনায় মামলা করা হয়েছে।

 

এছাড়াও এ ঘটনায় জড়িত সন্দেহে একরামুল (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাতে নিহতের ভাই মাথিয়ার সরেন বাদী হয়ে অজ্ঞাত পাঁচজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। পরে ভোরে পুলিশ অভিযান চালিয়ে একরামুলকে গ্রেফতার করে। একরামুল কসবা এলাকার আবু তাহেরের ছেলে।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম বাংলানিউজকে জানান, একরামুলকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৬
এজি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।