ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

দারুসসালামে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৬
দারুসসালামে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার

রাজধানীর দারুসসালাম এলাকায় অজ্ঞাতপরিচয় (৪৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে দারুসসালাম থানা পুলিশ।

ঢাকা: রাজধানীর দারুসসালাম এলাকায় অজ্ঞাতপরিচয় (৪৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে দারুসসালাম থানা পুলিশ।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাতে দারুসসালাম থানাধীন কল্যাণপুর চার্চের সামনে অচেতন অবস্থায় পড়েছিলেন ওই ব্যক্তি।

পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত ব্যক্তির পরনে ছিল কালো প্যান্ট, শাট ও চাদর। তার পকেটে ব্যাংকের একটি চেকবই পাওয়া যায়।

দারুসসালাম থানার অফিসার ইন চার্জ (ওসি, তদন্ত) ফারুকুল ‍আলম এ খবর নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে তার মৃত্যু হয়েছে নাকি অন্য কোনো কারণে মারা গেছে ময়নাতদন্তর রিপোর্ট এলে তা জানা যাবে।

ওনিহত ব্যক্তির নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি ফারুকুল আলম।

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৬
এজেডএস/জিপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।