ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে পলাতক ২ আসামি গ্রেফতার

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৬
রূপগঞ্জে পলাতক ২ আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার তারাব পৌরসভার আড়িয়াবো এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এরা হলেন- আড়িয়াবো এলাকার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে মাসুদ ভ‍ূঁইয়া ও রাব্বানি।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বাংলানিউজকে জানান, জাল-জালিয়াতি মামলার পলাতক আসামি মাসুদ ভূঁইয়া ও রাব্বানি। গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে আড়িয়াবো এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৬
আরবি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।