ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

ভুলে যান কেন, খালেদাকে ভোট চুরির দায়ে ক্ষমতা ছাড়তে হয়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৬
ভুলে যান কেন, খালেদাকে ভোট চুরির দায়ে ক্ষমতা ছাড়তে হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)

যারা আওয়ামী লীগের আমলের নির্বাচনগুলো নিয়ে প্রশ্ন তোলেন তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষজন ভুলে যান কেন, বিএনপি চেয়ারপারসন...

ঢাকা: যারা আওয়ামী লীগের আমলের নির্বাচনগুলো নিয়ে প্রশ্ন তোলেন তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষজন ভুলে যান কেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ভোট চুরির দায় নিয়ে ক্ষমতা ছাড়তে হয়েছে।

শুক্রবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাদের উদ্দেশ্যে বক্তব্যে শেখ হাসিনা এ কথা বলেন।

আওয়ামী লীগ জনগণের জন্য সম্পদ কেনে আর বিএনপি পোড়ায়, বলেও এ সময় মন্তব্য করেন তিনি।

বিএনপির সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি এতোদিন যে অভিযোগ করে আসছিল তার উপযুক্ত জবাব নারায়ণগঞ্জের জনগণ দিয়েছে। ’

নির্বাচন নিয়ে বিএনপির জুডিশিয়াল তদন্তের দাবির জবাবে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘তারা আজকে আর কোনো কথা খুঁজে পাচ্ছে না। তারা বিচার বিভাগীয় তদন্ত চায়। যখন কিছু না পায়, তখন তো কিছু বলতে হবে। ’

শেখ হাসিনা বলেন, ‘নির্বাচন যে সুষ্ঠু করা যায়, সেটা আওয়ামী লীগ সরকার দেখিয়েছে। ’
 
‘আওয়ামী লীগের আমলে প্রতিটি নির্বাচনই অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু হয়েছে। জনগণ যাকে ভোট দিয়েছে, তারাই জয়ী হয়েছে। ’
 
জিয়াউর রহমান ক্ষমতায় আসার প্রেক্ষাপট তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘বিএনপির জন্মই অবৈধভাবে ক্ষমতা দখলের মাধ্যমে। ’
 
বিভিন্ন সময় বিএনপি ভোট কারচুপি, অসুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জয়ী হয়েছে বলে অভিযোগ তোলেন তিনি।

খালেদা জিয়া ’৯৬ সালের ৩০ মার্চ ভোট চুরির দায় কাঁধে নিয়ে জনগণের আন্দোলনের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছিলে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সভাপতি।
 
‘বিএনপি জাতির কাছে মুখ দেখায় কীভাবে? দেশের মানুষ বিএনপিকে ভোট দেয় কীভাবে?,’ প্রশ্ন করেন তিনি।

সাক্ষাতকালে আইভী প্রধানমন্ত্রীর হাতে ফুলে সজ্জিত একটি নৌকা তুলে দেন।

আইভী তার জয়ের জন্য শেখ হাসিনা, নারায়ণগঞ্জবাসীসহ নারায়ণগঞ্জ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোকে ধন্যবাদ জানান।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৬/আপডেট ২১৪০ ঘণ্টা
এমইউএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।