ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

ভালুকায় বাসচাপায় অটোরিকশা চালক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৬
ভালুকায় বাসচাপায় অটোরিকশা চালক নিহত

ময়মনসিংহের ভালুকায় বাসচাপায় সোবহান (৩৫) নামে ব্যাটারি চালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন। শুক্রবার (২৩ ডিসেম্বর) বিকেলে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ভালুকা উপজেলার হাজির বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় বাসচাপায় সোবহান (৩৫) নামে ব্যাটারি চালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন।

 

শুক্রবার (২৩ ডিসেম্বর) বিকেলে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ভালুকা উপজেলার হাজির বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সোবহান ভালুকার গাদুমিয়া গ্রামের আবেদালী গাজীর ছেলে।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) হযরত আলী বাংলানিউজকে জানান, রাস্তা পার হওয়ার সময় ময়মনসিংহগামী একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালক মারা যান।

এ ঘটনার প্রতিবাদে স্থানীয় লোকজন প্রায় আধা ঘণ্টা ময়মনসিংহ-ঢাকা মহাসড়ক অবরোধ করে। পরে পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করে বলে জানান ওসি হযরত আলী।

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৬
এমএএএম/জিপি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।