ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকা ডিভিশন ডিবেট ফেস্টিভালের পুরস্কার বিতরণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৬
ঢাকা ডিভিশন ডিবেট ফেস্টিভালের পুরস্কার বিতরণ ছবি: ডিবেট ফ্যাস্টিভাল, সংগৃহীত

ন্যাশনাল ডিবেট ফেডারেশন আয়োজিত ঢাকা ডিভিশন ডিবেট ফেস্টিভাল ২০১৬’র পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে...

ঢাকা: ন্যাশনাল ডিবেট ফেডারেশন আয়োজিত ঢাকা ডিভিশন ডিবেট ফেস্টিভাল ২০১৬’র পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল আর্কাইভস ভবনে এই অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ‍অর্থনীতিবিদ অধ্যাপক ড. আবুল বারাক‍াত। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনডিএফ’র চেয়ারম্যার এ কে এম শোয়েব, এনডিএফ কো-চেয়ারম্যান এম আলমগীর, কো-চেয়ারম্যান রশ্মি ফাতিমা মুক্তিসহ অন্যরা।

অনুষ্ঠানে আশা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইকবাল আহমেদ খান বলেন, বিতার্কিকদের কাছে জাতির প্রত্যাশা অনেক বেশি। আমাদের আন্তর্জাতিকভাবে ভাবতে হবে।

মাতৃভাষায় বিতর্কের পাশাপাশি ইংরেজি ভাষায় বিতর্কে আগ্রহীদের গড়ে তুলতে হবে বলেও মত দেন তিনি।

বাংলানিউজের হেড অব নিউজ মাহমুদ মেনন বলেন, বিতার্কিকরা বিশেষ চারিত্রিক গুণাবলীর অধিকারী হোন, যা সহজেই তাদের অন্য ১০ জন মানুষ থেকে আলাদা করে।

এ সময় কুইজ প্রতিযোগিতায় জয়ী বিতার্কিক ও বাংলা বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতায় জয়ীদের হাতে সনদ ও ক্রেস্ট এবং আয়োজক বিতার্কিদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

দিনব্যাপী চলা ঢাকা ডিভিশনাল ডিবেট ফেস্টিভালে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজনের মিডিয়া পার্টনার ‍বাংলানিউজ।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৬
ইউএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।