ঢাকা, সোমবার, ২১ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৬
ধামরাইয়ে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ধামরাইয়ে আব্দুস সালাম (৪০) নামে এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

ধামরাই: ধামরাইয়ে আব্দুস সালাম (৪০) নামে এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় ধামরাই থানার ধানতারা যাদুবপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

সালাম ধামরাই থানার ধানতারা যাদুবপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে।

ধামরাই থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনোয়র হোসেন বাংলানিউজকে জানান, আশুলিয়া থানার ডাকাতির মামলায় দু’বছরের সাজাপ্রাপ্ত আসামি সালাম। গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় ধানতারা যাদুবপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে কালিয়াকুরসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৬
আরবি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।