ঢাকা, সোমবার, ২১ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

রাঙামাটি প্রেসক্লাবের নির্বাচনে রুবেল সভাপতি আনোয়ার সম্পাদক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৬
রাঙামাটি প্রেসক্লাবের নির্বাচনে রুবেল সভাপতি আনোয়ার সম্পাদক

রাঙামাটি প্রেসক্লাবের নির্বাচনে দৈনিক পূর্বকোণ পত্রিকার জেলা প্রতিনিধি সাখাওয়াত হোসেন রুবেল সভাপতি ও দৈনিক রাঙামাটি পত্রিকার সম্পাদক আনোয়ার আল হক সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন।

রাঙামাটি: রাঙামাটি প্রেসক্লাবের নির্বাচনে দৈনিক পূর্বকোণ পত্রিকার জেলা প্রতিনিধি সাখাওয়াত হোসেন রুবেল সভাপতি ও দৈনিক রাঙামাটি পত্রিকার সম্পাদক আনোয়ার আল হক সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২৩ ডিসেম্বর) বিকেলে প্রেসক্লাবে অনুষ্ঠিত নির্বাচনে  দু’জনেই জয়ী হন।

এদিকে এ নির্বাচনে ইউএনবি’র রাঙামাটি জেলা প্রতিনিধি অলি আহম্মেদ সহ সভাপতি হিসেবে জয়ী হয়েছেন।

এর আগে দুপুরে নির্বাচন পূর্ববর্তী দ্বি-বার্ষিক এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল।

এসময় অতিথি হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা, জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান, পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসানসহ বিভিন্ন উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০০১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।