ঢাকা, সোমবার, ২১ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় বিজয় মেলার উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৬
কুষ্টিয়ায় বিজয় মেলার উদ্বোধন কুষ্টিয়ায় বিজয় মেলার উদ্বোধন

কুষ্টিয়ায় বিজয় মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। বিজয় দিবস উপলক্ষে শুক্রবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় কুষ্টিয়ার মিরপুর উপজেলায় আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠে বিজয় মেলার উদ্বোধন করা হয়।

কুষ্টিয়া: কুষ্টিয়ায় বিজয় মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। বিজয় দিবস উপলক্ষে শুক্রবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় কুষ্টিয়ার মিরপুর উপজেলায় আমলা সদরপুর মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠে বিজয় মেলার উদ্বোধন করা হয়।

এতে আমলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মালিথার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রাইম ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম আব্দুস সোবহান।

এসময় তিনি বলেন, স্বাধীনতার মাসে আমাদের কিছু পরিমাণ হলেও স্বাধীনতার উপর নতুন জ্ঞান অর্জন করা উচিত। আমাদের সমাজের সেইসব বাঙালিদের খুঁজে বের করা উচিত যারা আড়ালে থেকেই সমাজের উন্নয়নে বৃহৎ ভূমিকা পালন করে যাচ্ছেন।

এছাড়া স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস আরো বেশি করে শিক্ষার্থীদের পড়ানো উচিত।
অনুষ্ঠানের শুরুতেই বিজয় মেলার  শুভ উদ্বোধন করেন মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন।  

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক নাজমুল হুদা। এসময় তার বই ‘ক্যারিয়ার ক্যারিশমা’র মোড়ক উন্মোচন করা হয়।

এসময় আরো বক্তব্য রাখেন-বিশিষ্ট সমাজসেবক আনারুল হক, সদরপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি আশরাফুল ইসলাম, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের যুগ্ম-সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম প্রমুখ।

উদ্বোধন অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ০১৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।