ঢাকা, সোমবার, ২১ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

‘ভেতর থেকে গ্রেনেড বিস্ফোরণের হুমকি দেওয়া হচ্ছে’

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৬
‘ভেতর থেকে গ্রেনেড বিস্ফোরণের হুমকি দেওয়া হচ্ছে’ দক্ষিণখানে জঙ্গি আস্তানার সামনে মানুষের ভিড়/ ছবি-শাকিল

রাজধানীর দক্ষিণখানের জঙ্গি আস্তানার ভেতর থেকে গ্রেনেড বিস্ফোরণের হুমকি দেওয়া হচ্ছে। আস্তানার ভেতরে আরো ৩ জন রয়েছেন বলে সূত্র জানিয়েছে।

ঢাকা: রাজধানীর দক্ষিণখানের জঙ্গি আস্তানার ভেতর থেকে গ্রেনেড বিস্ফোরণের হুমকি দেওয়া হচ্ছে। আস্তানার ভেতরে আরো ৩ জন রয়েছেন বলে সূত্র জানিয়েছে।

পুলিশ মাইকে আত্মসর্মপণের আহ্বান জানালেও ভেতর থেকে তারা বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে।  

এর আগে জঙ্গি আস্তানা থেকে দুই নারী জঙ্গি ও দুই শিশু সহ চারজনকে আটক করে পুলিশ। নারী দুইজনের একজন মেজর জাহিদের স্ত্রী জেবুনন্নেসা শীলা, অপর জঙ্গি তৃষ্ণা মূসা নামে এক জঙ্গির স্ত্রী বলে জানা গেছে।

এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল, একটি ছুরি উদ্ধার করা হয়।

এদিকে ভবনের দ্বিতীয় তলায় মাসহ আটকা পড়েছেন আহমেদ আলী রাসেল নামে এক ব্যক্তি। তার সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বাংলানিউজকে বলেন, মা ও আমি ভবনের দ্বিতীয় তলায় আটকা পড়েছি। আমরা আতঙ্কে রয়েছি। আমাদেরকে দ্রুত উদ্ধার করা হউক।

তিনি বলেন, গণমাধ্যমে আমরা দেখেছি ভবনের সবাইকে বের করা হয়েছে। কিন্তু আমরা ভেতরে রয়েছি।  

তিন তলা ভবনের সাতটি ইউনিট। নিচতলায় জঙ্গি অভিযান চালানো হচ্ছে। দক্ষিণখানে জঙ্গি আস্তানার সামনে পুলিশের/ ছবি-শাকিলস্থানীয় গিয়াস আহমেদ বলেন, আশকোনায় আমাদের এ জায়গাটি ঢিলাবাড়ি মোড় নামে সবাই চেনেন। সকাল সাড়ে ৭টার দিকে আনুমানিক দুই থেকে তিনটি আওয়াজ শুনেছি। দ্রুত বের হয়ে দেখি অনেক পুলিশ। যদিও এর আগে ৭টার দিকে এক বন্ধু ফোন করে জানায় তোর বাড়ির সামনে অনেক পুলিশ।

ওই বাসিন্দা জানান, আমার জানা তথ্য মতে বাড়িটি এক কেয়ারটেকারে তত্ত্বাবধানে পরিচালিত হয়। বাড়ির মালিক এখানে থাকেন না। এখানে সব সময় পুলিশের টহল থাকে। কিভাবে জঙ্গিরা এখানে আস্তানা গড়েছে সে বিষয়টিতে আমি বিস্মিত।

** দক্ষিণখানে জঙ্গি আস্তানায় অভিযান চলছে
**  জঙ্গিদের আত্মসমর্পনের আহ্বান পুলিশের, সাড়া নেই
** ভেতরে দুই নারী জঙ্গি, শিশুও থাকতে পারে
** জঙ্গিদের জীবিত ধরার চেষ্টা আশকোনায়
** দুই নারী জঙ্গির আত্মসমর্পণ

বাংলাদেশ সময়: ১০১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৬
এজেডএস/এসজেএ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।