ঢাকা, সোমবার, ২১ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে টমটম উল্টে নিহত ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৬
হবিগঞ্জে টমটম উল্টে নিহত ১

বিগঞ্জ শহরের নতুন বাস টার্মিনাল এলাকায় টমটম উল্টে শাহেদ আলী (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

হবিগঞ্জ: হবিগঞ্জ শহরের নতুন বাস টার্মিনাল এলাকায় টমটম উল্টে শাহেদ আলী (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার (২৪ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।

শাহেদ আলী জেলার বানিয়াচং উপজেলার মকরমপুর গ্রামের আতাহার আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, শাহেদ আলী শুক্রবার (২৩ ডিসেম্বর) তার শ্বশুর বাড়ি হবিগঞ্জ সদর উপজেলার জগতপুরে বেড়াতে যান। শনিবার সকালে ওই এলাকার পাইকপাড়া বাজার থেকে রড, সিমেন্ট ও টিন কিনে একটি টমটমযোগে বাড়ির যাবার জন্য রওনা দেন। পরে টমটমটি নতুন বাস টার্মিনাল এলাকার কাছাকাছি এসে একটি গর্তে পড়ে উল্টে যায়।  

এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে সকাল ১০টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।  

হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক দেবাশীষ দাস বাংলানিউজকে নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৬
পিসি/
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।