ঢাকা, সোমবার, ২১ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে ট্রাকচাপায় নারীর মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৬
চাঁদপুরে ট্রাকচাপায় নারীর মৃত্যু

চাঁদপুর শহরের আব্দুল করিম পাটওয়ারী সড়কে ট্রাকচাপায় হালেমা বেগম (৪৮) এক নারীর মৃত্যু হয়েছে।

চাঁদপুর: চাঁদপুর শহরের আব্দুল করিম পাটওয়ারী সড়কে ট্রাকচাপায় হালেমা বেগম (৪৮) এক নারীর মৃত্যু হয়েছে।

শনিবার (২৪ ডিসেম্বর) সকাল ৮টার দিকে আব্দুল করিম পাটওয়ারী সড়কের কলেজ গেট এলাকায় এ দ‍ুর্ঘটনা ঘটে।

হালেমা বেগম সদর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নের প্রসণ্ডপুর গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী।  

পুলিশ জানায়, সকালে অটোবাইকে সদর উপজেলার তরপুরণ্ডী গ্রামে ছেলের শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন হালেমা। পথে আব্দুল করিম পাটওয়ারী সড়কের কলেজ গেট এলাকায় পৌঁছালে অটোবাইকের ঝাঁকুনিতে ছিটকে রাস্তায় পড়ে যান তিনি। এসময় পেছন দিক একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।  

এ ঘটনায় ট্রাক চালক মোহাম্মদ সুলতান ও হেলপার মামুন ও অটোবাইক চালক দাদন মাতবরকে আটক করেছে পুলিশ।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালি উল্লাহ ওলি বাংলানিউজকে জানান, হালেমা বেগমের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৬
বিএসকে/পিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।