ঢাকা, বুধবার, ১৭ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে যুব কার্যক্রম সম্পর্কে ক্রীড়া প্রতিমন্ত্রীর মতবিনিময়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৬
বরিশালে যুব কার্যক্রম সম্পর্কে ক্রীড়া প্রতিমন্ত্রীর মতবিনিময় যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রীর মতবিনিময়

বরিশালে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. বীরেণ শিকদার।

বরিশাল: বরিশালে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. বীরেণ শিকদার।

রোববার (২৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় বরিশাল সার্কিট হাউসের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

যুব উন্নয়ন অধিদপ্তর বরিশাল জেলা এ মতবিনিময় সভার আয়োজন করে।

সভায় বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব কাজী আখতার উদ্দিন। বরিশাল যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক আবু তাহের ওবায়দুল্লাহ’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন- বরিশাল বিভাগীয় কমিশনার মো. গাউস, বরিশাল জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান, বরিশাল পুলিশ সুপার এস এম আক্তারুজ্জামান প্রমুখ।

বাংলা‌দেশ সময়: ১২৫৩ ঘণ্টা, ডি‌সেম্বর ২৫, ২০১৬
এমএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।