ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে ঝোপ থেকে অজগর উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৬
কেরানীগঞ্জে ঝোপ থেকে অজগর উদ্ধার কেরানীগঞ্জে অজগর উদ্ধার

কেরানীগঞ্জে ঝোপ থেকে বিরল প্রজাতির একটি অজগর সাপ উদ্ধার করেছে এলাকাবাসী।

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে ঝোপ থেকে বিরল প্রজাতির একটি অজগর সাপ উদ্ধার করেছে এলাকাবাসী।  

রোববার (২৫ ডিসেম্বর) দুপুর ২টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন তারানগর নতুন রাস্তার পাশে একটি ঝোপ থেকে অজগরটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, অজগরটি লম্বায় ১২ থেকে ১৪ ফুট হবে। এর ওজন প্রায় ২০ কেজি।

শহিদুল ইসলাম রাজু নামে এক পথচারী বাংলানিউজকে জানান, দুপুর ২টার দিকে স্থানীয় লোকজন তারানগর নতুন রাস্তার কাছেই ডোবার পাশে একটি ঝোপের মধ্যে অজগরটি দেখতে পায়। পরে জলিল নামে এক ব্যক্তি টেটা (মাছ শিকার করার দেশীয় অস্ত্র) দিয়ে অজগরটির মাথায় আঘাত করেন। পরে ঝোপ থেকে সাপটি টেনে বের করা হয়।  

তিনি আরও জানান, সাপটি দ্রুত বন বিভাগের কাছে হস্তান্তর না করলে মারা যেতে পারে।

এ ব্যাপারে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জমান বাংলানিউজকে জানান, বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৬
বিএসকে/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।