ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে আগুনে পুড়ে ছাই ঝুট কারখানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
সিরাজগঞ্জে আগুনে পুড়ে ছাই ঝুট কারখানা সিরাজগঞ্জে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ঝুট কারখানা

সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী বাজারে আগুনে পুড়ে গেছে একটি ঝুট কারখানা। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী বাজারে আগুনে পুড়ে গেছে একটি ঝুট কারখানা। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

রোববার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে আলম শেখের ঝুট কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বহুলী ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বাংলানিউজকে জানান, বহুলী বাজারের পাশে আলম শেখের ঝুট কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। ধীরে ধীরে তা পাশের আব্দুর রশিদের বাড়িতেও ছড়িয়ে পরে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিভাতে সক্ষম হয়।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান বাংলানিউজকে জানান, আগুনে কারখানার ঘরসহ এর ভেতরে থাকা সব মেশিন, কাপড় ও তুলা পুড়ে গেছে। এতে ১৫/২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৯৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।