ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

এইডস প্রতিরোধ-সচেতনতায় নেত্রকোনায় সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৯ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
এইডস প্রতিরোধ-সচেতনতায় নেত্রকোনায় সভা এইডস প্রতিরোধে আলোচনা সভা

এইচআইভি এইডস প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে নেত্রকোনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শহরের নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

নেত্রকোনা: এইচআইভি এইডস প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে নেত্রকোনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (২৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শহরের নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।



ডিআইসি’র ব্যবস্থাপক শরীফ মামুনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- মা ও শিশু কল্যাণ কেন্দ্রের উপ-পরিচালক ডা. আব্দুল কাইয়ুম, সমাজ সেবার সহ-উপপরিচালক মো. আলাউদ্দীন, আইনজীবী বকুল জোয়ার্দার, কাউন্সিলর সানোয়ার জাহান, নেত্রকোনা মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. শরীফ উদ্দিন প্রমুখ।

সভায় এইডস কীভাবে ছড়াতে পারে এবং তা প্রতিরোধ করার বিষয়ে আলোচনা করা হয়। বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এ সভায় অংশ নেন।

বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।