ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় পাঁচ দিনব্যাপী ‘স্কাউট সমাবেশ’ শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
নেত্রকোনায় পাঁচ দিনব্যাপী ‘স্কাউট সমাবেশ’ শুরু নেত্রকোনায় পাঁচ দিনব্যাপী সপ্তম স্কাউট সমাবেশ শুরু

নেত্রকোনায় পাঁচ দিনব্যাপী সপ্তম স্কাউট সমাবেশ শুরু হয়েছে।

নেত্রকোনা: নেত্রকোনায় পাঁচ দিনব্যাপী সপ্তম স্কাউট সমাবেশ শুরু হয়েছে।

সোমবার (২৬ ডিসেম্বর) বিকেলে শহরের মোক্তারপাড়া মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন-ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জি.এম সালেহ্ উদ্দিন।

জেলা প্রশাসক (ডিসি) ড. মুশফিকুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তারী কাদেরী, পুলিশ সুপার (এসপি) জয়দেব চৌধুরী, জেলা শিক্ষা অফিসার ওয়ালি উল্লাহ, প্রাথমিক শিক্ষা অফিসার এ.কে.এম রিয়াজ উদ্দিন প্রম‍ুখ।

জেলা সদরসহ ১০টি উপজেলার ৭৩টি শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সদস্য ছাত্র-ছাত্রীরা এ সমাবেশে অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।