ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বরিশালে অস্ত্রসহ ২ ছিনতাইকারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
বরিশালে অস্ত্রসহ ২ ছিনতাইকারী আটক

বরিশাল মহানগরীর গোরস্থান রোড এলাকা থেকে অস্ত্রসহ দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

ব‌রিশাল: বরিশাল মহানগরীর গোরস্থান রোড এলাকা থেকে অস্ত্রসহ দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

 

সোমবার (২৬ ডিসেম্বর) ভোরে তাদের আটক করা হয়।

আটক দুই ছিনতাইকারী হলো-মো. হোসেন (১৭) ও মো. রানা (১৬)। এরা দু’জনেই রসূলপুরের বাসিন্দা।
 
বরিশাল কোতোয়ালি মডেল থানার সহকারী কমিশনার আসাদুজ্জামান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে নগরীর গোরস্থান রোড এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ওই দুই ছিনতাইকারীকে আটক করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।