ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বরগুনায় আওয়ামী লীগ প্রার্থীর মতবিনিময়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
বরগুনায় আওয়ামী লীগ প্রার্থীর মতবিনিময় আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মো. দেলোয়ার হোসেন

বরগুনা জেলা আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মো. দেলোয়ার হোসেন জেলা পরিষদ নির্বাচন নিয়ে মতবিনিময় করেছেন।

বরগুনা: বরগুনা জেলা আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মো. দেলোয়ার হোসেন জেলা পরিষদ নির্বাচন নিয়ে মতবিনিময় করেছেন।

সোমবার (২৬ ডিসেম্বর) সকাল ১১টায় বরগুনা বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

বরগুনা সদর উপজেলা চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- বরগুনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর কবীর।

সভায় বক্তব্য রাখেন- সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সিদ্দিকুর রহমান, যুবলীগ সভাপতি কামরুল আহসান মহারাজ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার টুকু, পাথরঘাটা উপজেলা ভাইস চেয়ারম্যান ফাতেমা পারভিন, জিএম. দেলোয়ার, সাইতুল ইসলাম লিটু, রফিকুল ইসলাম রিপন, মনিরুজ্জামান মিন্টু, গোলাম কবিরসহ বিভিন্ন এলাকার চেয়ারম্যানগণ।

মতবিনিময় সভায় চেয়ারম্যান প্রার্থী মো. দেলোয়ার হোসেন ঘোড়া মার্কায় সকলের ভোট প্রার্থনা করেন।

বাংলাদেশ সময়: ১৮২২ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।