ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বরিশাল ক্যাডেট কলেজের ৩৫তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
বরিশাল ক্যাডেট কলেজের ৩৫তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বরিশাল ক্যাডেট কলেজের ৩৫তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-ছবি: বাংলানিউজ

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বরিশাল ক্যাডেট কলেজের ৩৫তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষ হয়েছে।

ব‌রিশাল: বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বরিশাল ক্যাডেট কলেজের ৩৫তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষ হয়েছে।

সোমবার (২৬ ডিসেম্বর) কলেজ প্রাঙ্গণে তিনদিনের এই ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ক্যাডেটদের মধ্যে পুরস্কার বিতরণ করেন মেজর জেনারেল মো. নাজিম উদ্দীন।

২২ ডিসেম্বর এ প্রতিযোগিতার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আতিকুর রহমান।

তিনটি হাউসে বিভক্ত প্রতিযোগী ক্যাডেটরা ৩১টি ইভেন্টে ২২, ২৪ ও ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশ নেয়।

আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় শহীদ সোহরাওয়ার্দী হাউস চ্যাম্পিয়ন ও শেরেবাংলা হাউস রানারআপ হয়।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
এমএস/আরবি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।