ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফেনীতে বাসের ধাক্কায় ব্যবসায়ী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
ফেনীতে বাসের ধাক্কায় ব্যবসায়ী নিহত

ফেনীতে বাসের ধাক্কায় একেএম ছানা উল্লাহ (৫২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

ফেনী: ফেনীতে বাসের ধাক্কায় একেএম ছানা উল্লাহ (৫২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

সোমবার (২৬ ডিসেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের মোহাম্মদ আলী বাজার এলাকায় এ দ‍ুর্ঘটনায় ঘটে।

ছানার বাড়ি চৌদ্দগ্রাম উপজেলার কাইছুড়ি গ্রামে। তিনি ফেনী শহরে হক অনুবাদ সেন্টারের মালিক।

এ বিষয়ে নিকটস্থ মহিপাল হাইওয়ে থানার পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম বাংলানিউজকে জানান, দুপুরে মোহাম্মদ আলী বাজার থেকে মোটরসাইকেলে করে শহরে তার মালিকানধীন প্রতিষ্ঠানে যাচ্ছিলেন ছানা। এসময় একটি বাস পেছন থেকে তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ছানার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।