ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মাধবপুরে ৬ মাদকসেবীর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
মাধবপুরে ৬ মাদকসেবীর কারাদণ্ড গাঁজা সেবনের দায়ে ছয় ব্যক্তির কারাদণ্ড-ছবি: বাংলানিউজ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঘোনাপাড়া গ্রামে গাঁজা সেবনের দায়ে ছয় ব্যক্তিকে এক মাস করে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঘোনাপাড়া গ্রামে গাঁজা সেবনের দায়ে ছয় ব্যক্তিকে এক মাস করে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোকলেছুর রহমানের ভ্রাম্যমাণ আদালত তাদের এ আদেশ দেন।

দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন-বুলু মিয়া (৪৭) উপজেলার ঘিলাতলী গ্রামের আশ্রব আলীর ছেলে, শাহজাহান মিয়া (৩৫) আব্দুর জব্বারের ছেলে, ছুট্টো মিয়া (৩৮) আব্দুল গফুরের ছেলে, হোসেন মিয়া (৩৮) দলগাঁও গ্রামের সালাম মিয়ার ছেলে, আলী হোসেন (৪০) ইমাম উদ্দিনের ছেলে ও মনছুর মিয়া (৩৮) আলী মিয়ার ছেলে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় ঘোনাপাড়া বাজারের খালেক শাহ মাজার এলাকায় অভিযান চালিয়ে গাঁজা সেবনরত অবস্থায় ওই ছয় ব্যক্তিকে আটক করা হয়।

পরে রাতে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় তারা দোষ স্বীকার করলে বিচারক এ দণ্ডাদেশ দেন।

বাংলাদেশ সময়: ২৩৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।