ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

জঙ্গি মূসাকে খোঁজা হচ্ছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
জঙ্গি মূসাকে খোঁজা হচ্ছে দক্ষিণখানে জঙ্গি আস্তনায় ক্রাইমসিন ইউনিট

জঙ্গি মাঈনুল ইসলাম মূসাকে খোঁজা হচ্ছে। তাকে আটক করতে ক্রাইমসিন ইউনিটের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিসি) মহিবুল ইসলাম কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

ঢাকা: জঙ্গি মাঈনুল ইসলাম মূসাকে খোঁজা হচ্ছে। তাকে আটক করতে ক্রাইমসিন ইউনিটের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিসি) মহিবুল ইসলাম কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বেলা ১টা ২০ মিনিটে রাজধানীর দক্ষিণখানের জঙ্গি আস্তানা সূর্যভিলা পরিদর্শন শেষে তিনি একথা বলেন।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে সূর্য ভিলার ওই বাড়িতে জঙ্গি আস্তানার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা সাইদুর রহমান ও এডিসি আব্দুল মান্নানসহ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের মোট ৬ থেকে ৭ জন সদস্য ভেতরে প্রবেশ করে।

ডিসি বলেন, সোমবার (২৬ ডিসেম্বর) সংগ্রহ করা আলামত পরীক্ষা-নীরিক্ষা করা হয়েছে। এর ফলে ‍অনেক কিছু জানা গেছে।

তিনি বলেন, জঙ্গি মাঈনুল ইসলাম মূসাকে গ্রেফতার করা হলে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। সূর্য ভিলা নামে ওই বাসাটি মূলত জঙ্গি মূসাই ভাড়া নিয়েছিল। সেখানে তার স্ত্রী ও মেয়ে থাকতো।

শুক্রবার (২৩ ডিসেম্বর)  রাতে  দক্ষিণখানের এই বাড়িতে জঙ্গি আস্তানার সন্ধান পায় পুলিশ। পরে শনিবার (২৪ ডিসেম্বর) অভিযান চালানো হয়। অভিযানে এক জঙ্গি নারী ও এক কিশোর আফিফ কাদেরী নিহত হন। এছাড়া দুই নারী ও দুই শিশুসহ আত্মসমর্পণ করে।

**দক্ষিণখানের জঙ্গি আস্তানায় সিটিটিসি

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
আরএটি/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।