ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে ভূমি অফিসের এক দালালকে জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
কেরানীগঞ্জে ভূমি অফিসের এক দালালকে জরিমানা

কেরানীগঞ্জে আলী আহম্মদ (৫৫) নামে ভূমি অফিসের এক দালালকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

কেরানীগঞ্জ, ঢাকা: কেরানীগঞ্জে আলী আহম্মদ (৫৫) নামে ভূমি অফিসের এক দালালকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কেরানীগঞ্জ সার্কেল পারভেজুর রহমান জুমন এ জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট পারভেজুর রহমান জুমন বাংলানিউজকে জানান, সকালে আলী আহম্মদ জাল দলিলের নাম খারিজের তদবির করেন। পরে খোঁজ নিয়ে জানা যায় তিনি নাম খারিজ দালালির কাজে লিপ্ত এবং এ দলিলও তার নয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।