ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে অর্থনৈতিক শুমারির রিপোর্ট প্রকাশনা সেমিনার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
রাঙামাটিতে অর্থনৈতিক শুমারির রিপোর্ট প্রকাশনা সেমিনার রাঙামাটিতে অথনৈতিক শুমারির জেলা রিপোর্ট প্রকাশনা সেমিনার

রাঙামাটিতে অথনৈতিক শুমারির জেলা রিপোর্ট প্রকাশনা সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রাঙামাটি: রাঙামাটিতে অথনৈতিক শুমারির জেলা রিপোর্ট প্রকাশনা সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসন এবং জেলা পরিসংখ্যান কার্যালয় এ সেমিনারের আয়োজন করে।

জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু শাহেদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র উপ-সচিব জাফর আহম্মেদ খান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মুহাম্মদ শহিদুল্লাহ।

এছাড়া জেলা পরিসংখ্যান কার্যালয়ের কর্মকর্তা, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সচিব বলেন, জরিপ ছাড়া কোনো উদ্যোগ নেওয়া কাজে সফল করা যায় না। এজন্য ১৯৭৪ সালে জাতির জনক বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে এ জরিপ কাজটির উদ্যোগ গ্রহণ করে।  

সচিব আরও বলেন, একটা সময় জরিপ কাজটি কঠিন মনে হলেও বর্তমানে আধুনিক প্রযুক্তির মাধ্যমে এ কাজ দ্রুত করা হচ্ছে। জরিপ কাজটি অনেক সময় সাপেক্ষের ব্যাপার। প্রতি ১০ বছর পর পর শুমারির কাজটি পরিচালনা করা হলেও অনেক জায়গায় পাঁচ বছরে করা হয়।

তিনি জানান, জরিপ কাজটিতে আমরা প্রতি বছর পর পর অনেক তথ্য-উপাত্ত সংযোজন-বিয়োজন করি।

বক্তব্য পরবর্তী ‘ইকোনোমিক সিনসাস ২০১৩’ নামের রাঙামাটির অর্থনৈতিক শুমারির ওপর একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন অতিথিরা।

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
পিসি/
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।