ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চুনারুঘাটে ট্রাক্টরচাপায় শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
চুনারুঘাটে ট্রাক্টরচাপায় শ্রমিক নিহত

হবিগঞ্জের চুনারুঘাটে পাওয়ার টিলার (ট্রাক্টর) চাপায় পারভেজ মিয়া (২০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাটে পাওয়ার টিলার (ট্রাক্টর) চাপায় পারভেজ মিয়া (২০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
 
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার জারুলিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পারভেজ জারুলিয়া গ্রামের ছুরুক মিয়ার ছেলে।  

স্থানীয়রা জানান, দুপুরে জারুলিয়া বাজারের কাছে মাটি বোঝাই একটি ট্রাক্টর সড়কে ওঠার সময় উল্টে যায়। এতে গুরুতর আহত হন পারভেজ।

এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক ডা. দেলোয়ার হোসেন পারভেজকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।