ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

লালপুরে জালাল হত্যার বিচার দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
লালপুরে জালাল হত্যার বিচার দাবিতে মানববন্ধন লালপুরে জালাল হত্যার বিচার দাবিতে মানববন্ধন

নাটোরের লালপুরে মেধাবী ছাত্র জালাল হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

নাটোর: নাটোরের লালপুরে মেধাবী ছাত্র জালাল হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার লালপুর ত্রিমোহনী মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম  মোস্তফা তুহিন, নিহত জালালের মা রাজিয়া বেওয়া, আমানুল্লাহ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা দ্রুত হত্যাকারীদের গ্রেফতারসহ শাস্তির দাবি জানান।

পাবনা অ্যাডওয়ার্ড সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র জালালকে (২৫) হত্যা করে দক্ষিণ লালপুর এলাকার একটি আখ ক্ষেতে গলা পর্যন্ত পুতে রাখে দুর্বৃত্তরা।

শনিবার (২৪ ডিসেম্বর) এ ঘটনা ঘটে। জালাল লালপুর উপজেলার উত্তর লালপুর গ্রামের মৃত সাহেব আলীর ছেলে।

এ ঘটনায় নিহতের বড় ভাই আলাউদ্দিন অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে লালপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বাংলানিউজকে জানান, মামলার তদন্ত অব্যাহত আছে। দ্রুত সময়ের মধ্যে এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটিত হবে এবং হত্যাকারীদের আটক করা হবে।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।