ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জ জেলা পরিষদের ৩ ওয়ার্ডে ভোট স্থগিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
নারায়ণগঞ্জ জেলা পরিষদের ৩ ওয়ার্ডে ভোট স্থগিত

নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ১, ২ ও ৩ নং ওয়ার্ডে ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ১, ২ ও ৩ নং ওয়ার্ডে ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকেলে রিটার্নিং অফিসার ওই স্থগিতের সিদ্ধান্ত দেন।

ফলে বুধবার অনুষ্ঠিতব্য ভোটে ১০টি ওয়ার্ডের মধ্যে ৭টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
 
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, জেলা পরিষদের ১০টি ওয়ার্ডের মধ্যে ১নং ওয়ার্ড (সিটি করপোরেশনের ১ হতে ৯নং ওয়ার্ড), ২নং ওয়ার্ড (নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১০ থেকে ১৮নং ওয়ার্ড) ও ৩নং ওয়ার্ড (নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৯ থেকে ২৭নং ওয়ার্ড)। গত ২২ ডিসেম্বর সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আগে যারা কাউন্সিলর ছিলেন তাদেরই ভোট দেওয়ার কথা ছিলো। ফলে ২২ ডিসেম্বর নির্বাচিত কাউন্সিলরা ভোট দিতে পারছেন না।
 
নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসার তারিফুজ্জামান জানান, সিটি করপোরেশন এলাকার ভোটার নিয়ে একটি জটিলতায় নির্বাচন কমিশন ৩টি ওয়ার্ডে ভোট স্থগিত রাখতে বলেছে। কমিশনের সিদ্ধান্ত আমরা রিটার্নিং কর্মকর্তাদের জানিয়েছি।
 
নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জসিমউদ্দিন জানান, নির্বাচন কমিশনের প্রেরিত এক চিঠির প্রেক্ষিতে ১ হতে ৩নং ওয়ার্ডে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।