ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় ট্রাকচাপায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
কুষ্টিয়ায় ট্রাকচাপায় নিহত ১

কুষ্টিয়ার মিরপুরে ট্রাকচাপায় আমোদ আলী (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে ট্রাকচাপায় আমোদ আলী (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের আমতলা এলাকায় এ দ‍ুর্ঘটনা ঘটে।
 
আমোদ আলী উপজেলার সদরপুর ইউনিয়নের সদরপুর গ্রামের বাসিন্দা।

আহতর‍া হলেন-আহাম্মদ আলী (৪৫) মেহেরপুর জেলার গাংনী উপজেলার হেকমত আলীর ছেলে, আনিসুর রহমান (৩৫) রমজান আলীর ছেলে ও বাপ্পি (৮) মামুন আলীর ছেলে।

আমলা পুলিশ ক্যাম্প ইনচার্জ বাবলুর রহমান বাংলানিউজকে জানান, বিকেলে তিনজন মোটরসাইকেলে কুষ্টিয়া থেকে গাংনী যাচ্ছিলেন। পথে আমতলা এলাকায় একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনজনই আহত হন। এসময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী আমোদ আলীকে চাপা দিলে গুরুতর আহত হন তিনি।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি মারা যান। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
আরবি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।