ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রামেক হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত করা হয়েছে।

রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ইন্টার্ন চিকিৎসকদের নিরাপত্তা ও পরাগের হামলারকারীদের বিচারসহ সব দাবি মেনে নেওয়ায় রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসকরা কাজে যোগ দেন।

রামেক ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি শফিকুল ইসলাম অপু বাংলানিউজকে এ তথ্য জানান।

সভায় উপস্থিত ছিলেন- রামেক হাসপাতালের পরিচালক ব্রি. জে. এএফএম. রফিকুল ইসলাম, রামেক হাসপাতালের অধ্যক্ষ নওশাদ আলী, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ প্রমুখ।  

এর আগে, চিকিৎসাধীন এক প্রসূতির স্বজনদের সঙ্গে হাতাহাতিতে রামেক’র ৫২তম এমবিবিএস’র ছাত্র ও ইন্টার্ন চিকিৎসক পরাগ হোসেনের (২৮) মাথা ফেটে যায়। এর প্রতিবাদে সোমবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেন ইন্টার্ন চিকিৎসকরা।

বাংলাদেশ সময়: ২২১২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
এসএস/আরআইএস/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।