ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাঘায় ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
বাঘায় ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

রাজশাহীর বাঘায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

রাজশাহী: রাজশাহীর বাঘায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।  

মঙ্গলবার (ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বানিয়াপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন, নাটোর জেলার সিংড়া উপজেলার সাতপুকুরিয়া গ্রামের মৃত জুমল খানের ছেলে বেলাল হোসেন (৫৫) ও রাজশাহীর বাঘা উপজেলার দক্ষিণ মিলিকবাঘা এলাকার মৃত আবু তাহেরের ছেলে শফিউর রহমান (৫৭)।  

রাজশাহীর বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ জানান, রাতে পাবনার ঈশ্বরদী থেকে একটি ট্রাক রাজশাহী যাচ্ছিল। ট্রাকটি বাঘার বানিয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।  

এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক বেলাল হোসেনের মৃত্যু হয়। আর মোটরসাইকেল আরোহী শফিউর রহমানকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি।  

তবে এ ঘটনায় থানায় মামলা হবে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ২২২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৬
এসএস/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।