ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
আশুলিয়ায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার  ছবি:আশুলিয়া

আশুলিয়া বাজার এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আশুলিয়া, সাভার: আশুলিয়া বাজার এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

বুধবার (২৮ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে আবদুল্লাহপুর বাইপাইল মহাসড়কের আশুলিয়া বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোর্শেদ আলী মোল্লা বাংলানিউজকে জানান, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। রাতে আবদুল্লাহপুর বাইপাইল মহাসড়কের পাশে তাকে বসে থাকতে দেখেছিলেন স্থানীয়রা। সকালে রাস্তায় তার মরদেহ পরে থাকতে দেখা যায়।

তিনি আরও জানান, ভোরের দিকে কোনো গাড়ির চাপায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।  খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠাচ্ছে।

বাংলাদেশ সময়: ১০০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।