ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরার ভোট চলছে, তিন কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১২ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
সাতক্ষীরার ভোট চলছে, তিন কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত  সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে একটি ভোট কেন্দ্রের সামনে প্রার্থীদের কর্মী-সমর্থকদের ভিড়

হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকায় সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে তিনটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। 

সাতক্ষীরা: হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকায় সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে তিনটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।  

সাতক্ষীরা জেলার ১৫টি কেন্দ্রের মধ্যে স্থগিত কেন্দ্রগুলো হলো-ছয় নম্বর ওয়ার্ডের দেবহাটা উপজেলার খান বাহাদুর আহসানউল্লাহ কলেজ কেন্দ্র, নয় নম্বর ওয়ার্ডের শ্যামনগর উপজেলা পরিষদ হলরুম কেন্দ্র ও ১৪ নম্বর ওয়ার্ডের পাটকেলঘাটা হারুন-উর-রশীদ কলেজ কেন্দ্র।

এসব কেন্দ্রে ভোটার সংখ্যা যথাক্রমে ৭৭ জন, ৬৫ জন ও ৬৫ জন।

বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টা থেকে জেলার বাকি ১২ কেন্দ্রে একযোগে ভোট শুরু হয়েছে। যা চলবে দুপুর ২টা পর্যন্ত।  

সকালে সাতক্ষীরা সদর উপজেলার সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে প্রার্থীদের কর্মী-সমর্থকদের বেশ ভিড় ছিল। সকাল থেকে দুই-একজন করে ভোটার ভোট দিতে আসছেন।  

সাতক্ষীরা জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান বাংলানিউজকে জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট চলছে। জেলায় চেয়ারম্যান পদে দুইজন, সাধারণ সদস্যের ১৫টি ওয়ার্ডে ৭৫ জন ও সংরক্ষিত মহিলা সদস্যের পাঁচটি পদে ১৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১২টি কেন্দ্রে ৮৪৪ জন ভোটার এ নির্বাচনে ভোট দিচ্ছেন।

বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।