ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে ৩ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৬
গোপালগঞ্জে ৩ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব শুরু গোপালগঞ্জে ৩ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব শুরু

গোপালগঞ্জে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে তিন দিনব্যাপী শেখ ফজলুল হক মনি সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে।

গোপালগঞ্জ: গোপালগঞ্জে জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে তিন দিনব্যাপী শেখ ফজলুল হক মনি সাংস্কৃতিক উৎসব শুরু হয়েছে।

 

শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেলে স্থানীয় শেখ ফজলুল হক মনি অডিটোরিয়ামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকী প্রধান অতিথি হিসেবে এ উৎসবের উদ্বোধন করেন।



গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- ঢাকা মধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. মাহবুবুর রহমান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, পুলিশ সুপার এস এম এমরান হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক খোন্দকার এহিয়া খালেদ সাদী, জেলা কালচারাল অফিসার আল মামুন বিন সালেহ প্রম‍ুখ।

পরে গোপালগঞ্জ জেলায় সাংস্কৃতিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখায় সংগীতে রাখাল ঠাকুর, নাট্যকলায় বেলায়েত হোসেন, যাত্রা শিল্পতে শিশির বিশ্বাস, চারুকলায় সাধন মজুমদার এবং যন্ত্র শিল্পতে সচীন বিশ্বাসকে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা পদক দেওয়া হয়।

সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি শিল্পীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৬
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।