ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মাগুরায় কীটনাশক দিয়ে এক একর জমির বীজতলা নষ্ট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৭
মাগুরায় কীটনাশক দিয়ে এক একর জমির বীজতলা নষ্ট মাগুরায় কীটনাশক দিয়ে এক একর জমির বীজতলা নষ্ট

মাগুরা সদর উপজেলার বাগডাঙ্গা, কালিনগর গ্রামে কীটনাশক দিয়ে এক একর জমির বোরো ধানের বীজতলা নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ওই এলাকার শতাধিক কৃষক পরিবার চরম হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন।

মাগুরা: মাগুরা সদর উপজেলার বাগডাঙ্গা, কালিনগর গ্রামে কীটনাশক দিয়ে এক একর জমির বোরো ধানের বীজতলা নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ওই এলাকার শতাধিক কৃষক পরিবার চরম হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন।

এ বিষয়ে মিঠুন বিশ্বাস, অরবিন্দু বিশ্বাসসহ ক্ষতিগ্রস্ত একাধিক কৃষক বাংলানিউজকে জানান, মঙ্গলবার (০৩ জানুয়ারি) সকালে স্থানীয় কুমার নদীর চরে তারা গিয়ে দেখেন তাদের রোপণ করা  এক একর জমির বীজতলা শুকিয়ে মরে গেছে। পরে কৃষি বিভাগের কর্মকর্তাদের খবর দিলে তারা এসে পরীক্ষা করে জানান, ক্ষতিকারক কীটনাশক স্প্রে করার কারণে বীজতলা মরে গেছে।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা তানজির হোসেন বাংলানিউজকে জানান, এক একর জমির অধিকাংশ বীজতলা কীটনাশকের প্রভাবে মারা গেছে। এ বীজতলা দিয়ে ২০ থেকে ২৫ একর জমির ধান রোপণ করা যেতো। তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত বীজতলায় পানি ছিটানোর পরামর্শ দিলেও তাতে তেমন উপকার হয়নি। বীজতলা নষ্ট হওয়ায় এলাকার কমপক্ষে ৫০ জন কৃষক ক্ষতিগ্রস্ত হবেন।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা হাফিজ হাসান বাংলানিউজকে বলেন, এখন বোরো রোপণের শেষ সময়। যে কারণে দেখতে হবে ক্ষতিগ্রস্ত কৃষকদের জমিতে কোনো লেট ভ্যারাইটি করার পরামর্শ দেওয়া যায় কিনা।

অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, বিষয়টি কেউ আমাদের জানায়নি। ক্ষতিগ্রস্তরা চাইলে পুলিশ তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেবে।

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৭
এনটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।