ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পাবনায় আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১১ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৭
পাবনায় আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক পাবনায় আগ্নেয়াস্ত্রসহ আটক সন্ত্রাসী শফিকুল ইসলাম

পাবনা: পাবনার আতাইকুলা থানার শ্রীপুর ইউনিয়নের রাঘবপুর গ্রাম থেকে শফিকুল ইসলাম (৩০) নামে এক সন্ত্রাসীকে আগ্নোয়াস্ত্রসহ আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩ জানুয়ারি) গভীর রাতে রাঘবপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

শফিকুল একই গ্রামের আব্দুল ওহাব প্রামাণিকের ছেলে।

 
আতাইকুলা থানার পরিদর্শক (তদন্ত) কামরুল ইসলাম বাংলানিউজকে জানান, মঙ্গলবার দিনগত রাতে রাঘবপুর গ্রামে অভিযান চালিয়ে পরিত্যক্ত একটি বাড়ি থেকে নব্য সর্বহারা দলের সদস্য শফিকুলকে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে একটি একনলা বন্দুক ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।  

শফিকুলের বিরুদ্ধে আতাইকুলা থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৭
বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।