ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৭
জয়পুরহাটে মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

জয়পুরহাট: জয়পুরহাটে জহিরুল ইসলাম (২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (০৪ জানুয়ারি) বিকেলে নির্বাহী মেজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক রেহানুল হক এ কারাদণ্ডাদেশ দেন।

দণ্ডাদেশপ্রাপ্ত জহিরুল জয়পুরহাট সদর উপজেলার তাঁতি পাড়া মহল্লার আমজাদ হোসেন সরকারের ছেলে।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫) জয়পুরহাট ক্যাম্পের ডিএডি আতাউর রহমান বাংলানিউজকে জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা জয়পুরহাট সদর উপজেলার শিমুলতলী বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের সময় র‌্যাব তাকে হাতেনাতে আটক করে।

পরে বিকেলে জহিরুলকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের অপরাধে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়ে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৬
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।