ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজধানীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৭
রাজধানীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

ঢাকা: রাজধানীর মধ্যবাড্ডায় রিয়া মনি (২০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (০৪ জানুয়ারি) বেলা ৩টার দিকে গালায় ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

রিয়া মধ্যবাড্ডার আদর্শ নগর আবুল হোটেলের পাশে একটি টিনশেট বাড়িতে স্বামী মো. নাসিরের সঙ্গে বসবাস করতেন।

রিয়ার চাচি শাশুড়ি খাদিজা বাংলানিউজকে জানান, আমাদের একসঙ্গে গুলশানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ডিসিসি মার্কেট দেখতে যাওয়ার কথা।

রিয়া সাজগোজ করতে রুমে গিয়ে দরজা আটকিয়ে দেয়। পরে রুমের দরজা ভেঙে ঢুকলে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখা যায়। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৭টার দিকে রিয়াকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, নিহতের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত ছাড়া তার মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছে না।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৭
এজেডএস/এসআরএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।