ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফুলগাজীতে পিস্তলসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৭
ফুলগাজীতে পিস্তলসহ আটক ১

ফেনী: ফেনীর ফুলগাজী উপজেলার আবদুর রহিম পাটোয়ারী (৩৮) নামে এক ব্যক্তিকে বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৭ এর সদস্যরা।

বুধবার (০৪ জানুয়ারি) বিকেলে জেলার ফুলগাজী পাইলট স্কুল সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক আবদুর রহিমের বাড়ি সদর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডে।

তিনি ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য। তার বিরুদ্ধে ফেনী ও ফুলগাজী থানায় কয়েকটি মামলা রয়েছে।

র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক শাফায়েত জামিল ফাহিম জানান, আটক ব্যক্তিকে ফুলগাজী থানায় হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।