ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

খুলনায় যুবককে কুপিয়ে জখম

ব্যুরো এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৭
খুলনায় যুবককে কুপিয়ে জখম

খুলনা: খুলনায় লনি (২২) নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বুধবার (০৪ জানুয়ারি) রাত ৮টার দিকে মহানগরীর শেরে বাংলা রোডের হাজি বাড়ি মোড়ে এ ঘটনা ঘটে।

আহত লনি ওই এলাকার জাহাঙ্গীর খোকনের ছেলে।

খুলনা থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল জানান, লনি হাজি বাড়ি মোড়ে তার নিজ বিকাশের দোকানে অবস্থান করছিলেন।

এ সময় তার প্রতিপক্ষ বিহারী কলোনি এলাকার একটি গ্রুপ এসে তাকে কুপিয়ে জখম করে।

তাৎক্ষনিকভাবে লনিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান এসআই কামাল।
 
বাংলাদেশ সময়: ২২৫৩ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৬
এমআরএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।