ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নয়া পল্টনে ভবনের আগুন নিয়ন্ত্রণে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৪ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৭
নয়া পল্টনে ভবনের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর নয়া পল্টনে বিএনপি অফিসের পাশের মসজিদ গলির একটি ভবনে  লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (৪ জানুয়ারী) রাত সাড়ে ১২টার দিকে ওই ভবনে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ১২টা ৪৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি ‍অফিসার মিজানূর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

আট তলা ভবনটির নিচতলার গ্যাসলাইন থেকে আগুনের সূত্রপাত হয়।

অগ্নিকাণ্ডের এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানান মিজানূর রহমান।

বাংলাদেশ সময়: ০১৩২ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৬
আরএটি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।