ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দৈনিক জনতার সম্পাদক ও ব্যবস্থাপক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৭
দৈনিক জনতার সম্পাদক ও ব্যবস্থাপক গ্রেফতার

দৈনিক জনতার সম্পাদক আহসান উল্লাহ্ খান ও ব্যবস্থাপক (জিএম) বিশু কুমারকে গ্রেফতার করেছে মতিঝিল থানা পুলিশ। পাওনা বেতনের জন্য সাংবাদিকদের দায়ের করা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।

বুধবার (০৪ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে দৈনিক বাংলা এলাকায় পত্রিকাটির নিজস্ব কার্যালয় থেকে তাদের গ্রেফতার করা হয়।

মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমূল ইসলাম বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেন।

শ্রমআইনে দায়ের করা একটি মামলায় দু‘জনকে গ্রেফতার করা হয়েছে জানালেও মামলা সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে পারেননি এসআই নাজমূল।

বাংলাদেশ সময়: ০১৩৭ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৬
পিএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।