ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রীকে নিয়ে কেক কাটলেন ছাত্রলীগ নেতারা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৭
প্রধানমন্ত্রীকে নিয়ে কেক কাটলেন ছাত্রলীগ নেতারা ছাত্রলীগ নেতাদের সঙ্গে কেক কাটছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সংগঠনটির শীর্ষ নেতারা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে সঙ্গে নিয়ে কেক কেটেছেন।

বুধবার (০৪ জানুয়ারি) সন্ধ্যায় গণভবনে ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইনসহ কেন্দ্রীয় ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মহানগর ছাত্রলীগের নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষা‍ৎ করতে যান।

ছাত্রলীগ নেতারা ফুল দিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান এবং প্রধানমন্ত্রীকে সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।

এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন।

১৯৪৮ সালের ৪ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যাত্রা শুরু করে ঐতিহ্যবাহী সংগঠন ছাত্রলীগ।
 
বাংলাদেশ সময়: ০৩১৬ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২৯১৬
এমইউএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।