ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাজীপুরে গুলিবিদ্ধ এক যুবকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৯ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৭
গাজীপুরে গুলিবিদ্ধ এক যুবকের মৃত্যু

ঢাকা: গাজীপুরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ চার গরু চোরের মধ্যে অজ্ঞাতপরিচয় (২৫) এক জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় ২ গুলিবিদ্ধসহ আহত তিনজন ঢামেকে চিকিৎসাধীন। এরা হলেন- সিরাজগঞ্জের কাজীপুর থানার দত্তপাড়া এলাকার মহর আলীর ছেলে রফিকুল (২২), বরগুনার বেতাগি থানার কলাবাছিয়া গ্রামের আব্দুল মোতালেবের ছেলে আব্দুল জলিল (২১) ও ঢাকার মুগদা-মান্ডা এলাকার রফিকুল ইসলামের ছেলে শাওন (২২)।

ঢামেক পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, ভোরে একদল চোর গরু চুরি করে পালিয়ে যাওয়ার সময় র‌্যাব-১ এর সঙ্গে বন্দুকযুদ্ধ হয়। এতে চার গরু চোর আহত হয়।

পরে র‌্যাব সদস্যরা তাদের উদ্ধার করে ঢামেকে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন বেলা সাড়ে ১১টার দিকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৭
এজেডএস/ওএইচ/এসএইচ

**
গাজীপুরে ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ ৪ গরু চোর আটক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।