ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বগুড়ায় মাদক বিক্রেতা কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৯ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৭
বগুড়ায় মাদক বিক্রেতা কারাগারে

বগুড়া: বগুড়ার নন্দীগ্রাম পৌরশহরে অভিযান চালিয়ে ২৮ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা মুন্নাকে (২৮) আটকের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
 

আটক মুন্না নন্দীগ্রাম উপজেলার সদর ইউনিয়নের শিমলা গ্রামের ফেরদৌস আলীর ছেলে।
 
বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পৌরশহর এলাকায় অভিযান চালিয়ে পাইলট হাইস্কুলের পেছন থেকে পুলিশ তাকে আটক করে।


 
পরে দুপুরে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।  
  
নন্দীগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) ইনামুল ইসলাম বাংলানিউজকে জানান, এ ঘটনায় আটক মুন্নার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
 
ওই মামলায় গ্রেফতার দেখিয়ে মুন্নাকে আদালতে পাঠানো হয়। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলেও জানান এসআই ইনামুল ইসলাম।
 
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৭
এমবিএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।