ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নাসিরনগর হামলার ঘটনায় ইউপি চেয়ারম্যান আঁখি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৭
নাসিরনগর হামলার ঘটনায় ইউপি চেয়ারম্যান আঁখি গ্রেফতার

ঢাকা: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরের সংখ্যালঘুদের বাড়ি-ঘরে হামলার ঘটনায় উপজেলার হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান ওরফে আঁখিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) সকালে তাকে রাজধানীর ভাটারা থানা পুলিশ তাকে গ্রেফতার করে। পরে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশকে বিষয়টি জানায় ভাটারা থানা পুলিশ।

 

এ তথ্য নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়ার পু্লিশ সুপার মিজানুর রহমান বাংলানিউজকে জানান, খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের একটি দলকে ঢাকায় পাঠানো হয়েছে। বিকেল তিনটার দিকে ভাটারা থানার পুলিশ গ্রেফতার হওয়া আতিকুর রহমান আঁখিকে ব্রাহ্মণবাড়িয়া পুলিশের কাছে হস্তান্তর করেছে। তারা ইতোমধ্যে আঁখিকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশে রওয়ানা হয়েছেন।

এর আগে গত বছরের ২৯ নভেম্বর এ ঘটনায় গ্রেফতার হওয়া আরেক ‘হোতা’ হরিপুর বাজারের আল-আমীন সাইবার পয়েন্টের সত্ত্বধিকারী যুবদল নেতা জাহাঙ্গীর আলম আদালতে চেয়ারম্যান আঁখির সংশ্লিষ্টতার বিষয়ে স্বীকারোক্তি দেন।

গত ৮ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম সুলতান সোহাগ উদ্দিনের আদালতে ১৬৪ ধারার জবানবন্দিতে জাহাঙ্গীর জানায়, চেয়ারম্যান আঁখিই তাকে ট্রাক ও ট্রাক্টর ভাড়া করে হামলার জন্য লোক সমাগমের নির্দেশ দিয়েছিলেন।

ফেসবুকে ধর্মীয় অবমাননাকর পোস্টকে কেন্দ্র করে ৩০ অক্টোবর নাসিরনগর উপজেলা সদরে সংখ্যালঘুদের ওপর হামলায় এ পর্যন্ত দায়ের হওয়া আটটি মামলায় ১০৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে জাহাঙ্গীরসহ ছয়জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৭
পিএম/এমআর/এএ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।